ঢাকাবুধবার , ১৯ মে ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

কাহারোলে করোনা ভাইরাস প্রতিরোধে জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শুরু

দিনাজপুর বার্তা
মে ১৯, ২০২১ ২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন প্রতিরোধে তিন দিনব্যাপী মাস্ক পরিধান বিষয়ক জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন চলছে। রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর নির্দেশনায় এই ক্যাম্পেইন শুরু করে কাহারোল উপজেলা স্বাস্থ্য বিভাগ। ১৭ থেকে ১৯ মে ২০২১ পর্যন্ত মোট ৩০টি স্থানে এই ক্যাম্পেইন চলবে।
১৮ মে মঙ্গলবার বেলা ১২ টায় কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণায় দশমাইল মোড়ে মাস্ক পরিধান বিষয়ক জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন পরিচালনা করেন কাহারোল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম।
এসময় তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে করোনার মহামারি চলছে। এই মহামারি যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সকলকে বেশি বেশি সচেতন থাকতে হবে। আর মনে রাখবেন করোনাভাইরাস নাক, মুখ ও চোখ দিয়ে শরীরে প্রবেশ করে। তাই বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। অযথাই নাক, মুখ ও চোখে হাত দিবেন না। প্রয়োজেন স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. রায়হান কবির, বাংলাদেশ স্কাউট দিনাজপুর অঞ্চলের সম্পাদক আবু সাঈদ, এমটি সোহরাব হোসেনসহ অন্যার্ন কর্মকর্তা-কর্মচারী এবং রোভার স্কাউটের সদস্যবৃন্দ।
এরপর পথচারী, দোকানদার, ভ্যান, অটো, মটরসাইকেল চালকদের মাস্ক পড়িয়ে দেন এবং সচেতন থাকার পরামর্শ দেন কর্মকর্তাগণ।
এছাড়া একই দিন বটতলী, মটুনী, কান্তজীউ মন্দির, বারমাইল, তেরমাইল, রামপুর, দীপ্ত জীবন ফাউন্ডেশন, ষোলমাইল ও তেলঙ্গী নামক স্থানে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।