ঢাকারবিবার , ১৩ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জ ও কাহারোলে সংসদ সদস্য গোপালের রোগমুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা

দিনাজপুর বার্তা
জুন ১৩, ২০২১ ২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

বীরগঞ্জ সংবাদদাতা ॥ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এর দ্রুত সুস্থ্যতা কামনায় বীরগঞ্জ ও কাহারোলে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন শনিবার দুপুরে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ‘রসুলপুর গোধুলী বৃদ্ধাশ্রমে’ এই দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। এসময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেন বীরগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক সভাপতি আব্দুল হাই, বীরগঞ্জ পৌরসভার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র বর্মন ও ইউপি সদস্য আইনুল ইসলামসহ বৃদ্ধাশ্রমে আশ্রিত বৃদ্ধ ও বৃদ্ধাগন। এছাড়া স্থানীয় বিভিন্ন ধর্মের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের করোনা থেকে মুক্তি কামনায় কাহারোল উপজেলায় আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের দোয়া ও প্রার্থনা অব্যাহত রয়েছে। কাহারোল উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে, ঐতিহাসিক নয়াবাত জামে মসজিদ কমিটি কর্তৃকপক্ষ, রসুলপুর, ডাবোর, মুুকুন্দপুর, তাড়গাঁও, রামচন্দ্রপুর, সুন্দরপুর ইউনিয়নের মসজিদ-মন্দির ও উত্তর পাহাড়পুর সার্ব্বজনীন পাঠাগারে কমিটিবৃন্দ এবং বীরগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ-মন্দির ও উপাসনালয়গুলোতে মনোরঞ্জন শীল গোপাল এমপি করোনা থেকে সুস্থ্যতা কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।