ঢাকাশনিবার , ২৬ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা এসইউপিকে’র উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

দিনাজপুর বার্তা
জুন ২৬, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ ২৬ জুন শনিবার সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে কাহারোল উপজেলার সমাজ উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র (এসইউপিকে) এর আয়োজনে এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় কোভিড-১৯ এ কর্মহীন অসহায়, দরিদ্র মানুষ, প্রতিবন্ধী, আদিবাসী নারী-পুরুষদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সমগ্রী বিতরণ করা হয়।
এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সমন্বয়কারী মোঃ খায়রুল আলম। কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করতে গিয়ে এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন বলেন, বৈশ্বিক মহামারীর কারণে মানুষের কর্মকান্ড বন্ধ হয়ে গেছে। কর্মহীন মানুষেরা অসহায়ভাবে জীবন যাপন করছে। আদিবাসী নারী-পুরুষরা কাজ করতে না পেরে বাসায় বসে দিন কাটাচ্ছে। তাদের এসময় খাদ্য সহযোগিতা প্রদান করার উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগ। এছাড়া স্বাস্থ্য সুরক্ষার জন্য তাদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, ঔষধ বিতরণ করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।