
খানসামা সংবাদদাতা ॥ দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে ভোগান্তি কমাতে হাট উন্নয়ন তহবিলের টাকায় শুরু হচ্ছে রাস্তার উন্নয়ন কাজ ও সংস্কার হচ্ছে ড্রেন।
সম্প্রতি ভোগান্তির বিষয়টি প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরে আসলে তাঁরা বুধবার (০৭ জুন) দুপুরে পাকেরহাট বড় মসজিদ থেকে সোনালী ব্যাংক, আজগার মেম্বার মিল থেকে ছাগলহাটি, বেলতলী থেকে ব্র্যাক অফিস পাকা রাস্তা নির্মাণ এবং ড্রেন নির্মাণের জন্য জায়গা পরিমাপ করে পরিকল্পনা ও ডিজাইন প্রণয়ন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম , উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, উপ-সহকারী প্রকৌশলী তাপস কুমার বাগচী ও ইউপি সদস্য শাহাজাহান পাটোয়ারী।
ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, জনগণের ভোগান্তি লাঘবে দ্রুত সময়ের মধ্যে রাস্তা ও ড্রেন নির্মাণ এবং ড্রেন সংস্কার কাজ শুরু করা হবে।