খানসামা সংবাদদাতা ॥ দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মেডিকেল ইকুইপমেন্ট প্রদান করা হয়েছে।
২৮ জুন সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের হাতে স্থানীয় সরকার বিভাগের ইউজিডিপি’র অর্থায়নে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে ১০ লক্ষ টাকা ব্যয়ে আল্ট্রাসনোগ্রাম মেশিন প্রিন্টার, ফিটাল মনিটর, ফিটাল ডপলার, ইসিজি মেশিন
ইকোকার্ডিওগ্রাম ও ডিজিটাল বিপি মেশিন হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, মেডিকেল অফিসার ডা. নারায়ণ চন্দ্র রায় জয়, উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজমুল হক, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর লাবনী হেলেনা ও এমটিইপিআই অশোক রায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।