কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মফিজুল ইসলাম(৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে ফুলবাড়ী উপজেলার কাশীপুর আটিয়াবাড়ী গ্রামের মনির উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, গত সোমবার(২৬ সেপ্টেম্বর) বিকেলে নাগেশ্বরী উপজেলার গাগলা বাজারের পশ্চিম পাশে হাড়িয়ারডাঙ্গা ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোস্ট বসান নাগেশ্বরী থানা পুলিশ। এ সময় ফুলবাড়ী থেকে আগত একটি অটোরিকশা তল্লাশী চালিয়ে মোঃ মফিজুল ইসলাম(৫০) এর হেফাজতে বিশেষ কায়দায় অটোরিকশার সিটের নিচে লুকানো পলিথিনে মোড়ানো দুটি পোটলায় সর্বমোট ১৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ(ওসি) নবীউল হাসান জানান, আটক মফিজুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, জেলায় মাদক নির্মূলে ও নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।