দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

কুড়িগ্রাম-১ আসনের এমপির অ্যামবাসেডরের নিয়োগ পেলেন আজিজুল
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ১:০১ অপরাহ্ণ | পড়া হয়েছে ৭৬৪ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গারী) আসনের এমপি একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাকের অ্যামবাসেডর হিসেবে নিয়োগ পেলেন নাগেশ্বরীর আজিজুল হাকিম আকাশ। সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সাধারণ জনগণের মুখপত্র হিসেবে কাজ করা ভিন্নধর্মী ওয়েবসাইট আমার এমপি ডট কম এ যুক্ত হওয়ায় তিনি তার জনগণ এবং তার মাঝে সংযোগকারী হিসেবে কাজ করতে আজিজুল ইসলামকে অ্যামবাসেডর হিসেবে নিয়োগ দেন। উল্লেখ্য ব্যাতিক্রমধর্মী এই ওয়েবসাইটের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে সরাসরি সংসদ সদস্যদের প্রশ্ন করা যাচ্ছে। তাই জনগণ এবং সংশ্লিষ্ট এমপিদের মাঝখানে সেতুবন্ধনকারী সেচ্ছাসেবক হিসেবে কাজ করছে একজন অ্যামবাসেডর। এই  অ্যামবাসেডরের কাজ হলো মননীয় এমপি মহোদয় ও এলাকার জনগণের মাঝে সেতুবন্ধন তৈরি করা। জনগণের কোনো প্রকার সমস্যা কিংবা পরামর্শ প্রয়োজন পড়লে উক্ত ওয়েব সাইটে  গিয়ে ওই সংসদীয় আসনের নির্দিষ্ট এমপি মহোদেয়ের পেইজে গিয়ে প্রশ্ন করতে পারবেন। ওই অ্যামবাসেটর উক্ত সমস্যার সমস্যা সমাধান করবে। এ ব্যাপারে অ্যামবাসেডর আজিজুল ইসলাম আকাশ বলেন, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী এলাকার যেকোনো কেউ এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করতে চাইলে আমাকে জানালে আমি সমস্যা সমাধানের চেষ্ঠা করব।

এই পাতার আরো খবর -
৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়