
শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
দিনাজপুর বার্তা২৪ ডেক্স // নওগাঁর পতœীতলা উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে; দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পতœীতলা থানার এসআই রবিউল ইসলাম জানান, গত মঙ্গলবার রাত ৮টার দিকে ফহিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস সালাম (৩৩) উপজেলার হরিরামপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এসআই রবিউল বলেন, যাত্রীবাহী বাসটি ধামইরহাট থেকে নওগাঁ যাচ্ছিল। এদিকে মহাদেবপুর থেকে যাত্রী নিয়ে পতœীতলার নজিপুর বাজারে যাচ্ছিল একটি নসিমন। ফহিমপুর মোড়ে মুখোমুখি সংঘর্ষ হলে সালাম ঘটনাস্থলেই মারা যান। অন্য একজন আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে তিনি জানান। পুলিশ বাস জব্দ করলেও চালক আটক হয়নি।
দিনাজপুর, বাংলাদেশ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ |
আছর | বিকাল ৩:৩৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ |
এশা | রাত ৬:৩৫ অপরাহ্ণ |