ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গিদের স্থান বাংলার মাটিতে নেই: আইজিপি

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ২৫, ২০১৭ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, আমরা জঙ্গিদের খুঁজছি। তাদের স্থান এই বাংলার মাটিতে নেই। শুক্রবার সকালে খুলনা রেঞ্জ ডিআইজি অফিস ভবনের ফলক উন্মোচন শেষে মিট দ্য প্রেসে আইজিপি এ কথা বলেন। তিনদিনের সফরে তিনি এখন খুলনায় অবস্থান করছেন। পুলিশপ্রধান বলেন, সিলেট অঞ্চলে তাদের (জঙ্গি) যে আস্তানা আছে তা আমরা (শুক্রবার) ভোরে পেয়ে গিয়ে অভিযান শুরু করেছি। জনগণের সহযোগিতায় গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। মুফতি হান্নান প্রসঙ্গে শহীদুল হক বলেন, তাকে ছিনিয়ে নেওয়ার জন্য গাজীপুরে হামলা করা হয়েছিল। এর সঙ্গে অন্য হামলার কোনো সম্পর্ক নেই। মুফতি হান্নানের রায় কার্যকর হওয়া এখন সময়ের ব্যাপার। এর আগে খুলনা রেঞ্জ, খুলনা মেট্রোপলিটন পুলিশসহ (কেএমপি) বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে আইজিপি মতবিনিময় করেন। তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন নির্দেশনা দেন বলে বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানিয়েছেন। বৈঠকে সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি এস এম মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন কেএমপির কমিশনার নিবাস চন্দ্র মাঝি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।