দিনাজপুর বার্তা২৪ ডেক্স // ঝালকাঠি শহরের ব্র্যাক মোড় এলাকায় একটি মোটরসাইকেল থামিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত দুজন হলেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের শামীম হাওলাদার (৩৪) ও আল-আমিন খান (২১)। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রকিব জানান, গত মঙ্গলবার রাতে খুলনা-বরিশাল মহাসড়কে ঝালকাঠি শহরের ব্র্যাক মোড় এলাকায় টহল দিচ্ছিল একদল পুলিশ। তাদের নেতৃত্বে ছিলেন ঝালকাঠি থানার ওসি মো. মাহে আলম। এ সময় বরিশাল থেকে পিরোজপুরগামী একটি মোটরসাইকেল থামিয়ে দুই আরোহীর দেহ তল্লাশি করে পুলিশ। এ সময় তাঁদের সঙ্গে থাকা ৮০০টি ইয়াবা উদ্ধার করা করা হয়। পরে তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, এ ঘটনায় ঝালকাঠি থানার এসআই গোলাম মোস্তফা বাদী হয়ে গতকাল বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।