দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
রাজধানীতে বোমা নিস্ক্রিয়কালে পুলিশসহ আহত ৫
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ৩:৪৯ অপরাহ্ণ | পড়া হয়েছে ৬১১ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে গোলচত্বরে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে আরো তিনটি অবিস্ফোরিত শক্তিশালী বোমা উদ্ধারের পর আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা গত শুক্রবার মধ্যরাতে সেগুলো নিষ্কিয় করার সময় বোমার স্পিøন্টারের আঘাতে এক পুলিশ কনস্টেবলসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন (৩৮), পথচারী মহিয়ান মঞ্জু (২৭), হোটেল বার্বুচি মো: ফয়সাল (৩৫), হোটেল বয় মো: জাকির (১৬) ও পার্সেল ম্যানেজার মো: মিল্লাত (১৯)। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া এ ঘটনায় দু’জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি নূরে আযম মিয়া জানান, গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে একটি এবং ১১ টা ৪৪ মিনিটের দিকে দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এরপর রাত ১২টা ২২ মিনিটের দিকে তৃতীয় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিমানবন্দর সড়কের উভয় পাশের সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয় আইনশৃংখলা বাহিনী। স্পিøন্টারের আঘাতে আহত পুলিশ কনস্টেবলের নাম আলমগীর হোসেন। তিনি কাউন্টার টেরোরিজম ইউনিটের গাড়ির চালক বলে জানা গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্পিøটারের আঘাতে আহত মহিয়ান মঞ্জু (২৭)। তার গ্রামের বাড়ি পাবনায়। পাবনা থেকে গত শুক্রবার তিনি ঢাকায় আসেন। বিস্ফোরণ ঘটানোর সময় তিনি ওই এলাকা দিয়ে হেঁেট যাচ্ছিলেন। এ সময় বিস্ফোরিত বোমার একটি স্পিøন্টার তার হাতে লাগলে তিনি আহত হন।

এই পাতার আরো খবর -
২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:২১ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:০৩ অপরাহ্ণ
এশা রাত ৭:১৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO