দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
র‌্যাবের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ৩:৫০ অপরাহ্ণ | পড়া হয়েছে ৫৩০ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: র‌্যাপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে যাচ্ছে আজ রোববার। সন্ত্রাস দমনের উদ্দেশ্যে ২০০৪ সালের ২৬ মার্চ এলিট ফোর্স র‌্যাব গঠন করা হয় এবং একই বছর ২১ জুলাই বাহিনীটি এর কার্যক্রম শুরু করে। ২০০৪ সালের ২৬ জুন আইনশৃঙ্খলা বাহিনী ঘোষিত ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর একজন পিচ্চি হান্নানকে গ্রেফতারের পর র‌্যাব আলোচনায় আসে। ইতোমধ্যে র‌্যাব নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-র শায়খ আবদুর রহমান, বাংলা ভাই নামের সিদ্দিকুর রহমান, আবদুল আওয়াল, আতাউর রহমান সানি এবং হারকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নানসহ বহু সংখ্যক ইসলামি জঙ্গি গ্রেফতার করেছে। উল্লেখ্য, বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানায় অভিযান ও গ্রেফতারে র‌্যাবের পক্ষ থেকে ব্যাপক ভূমিকা রেখেছিলেন এমনই একজন কর্মকর্তা কর্নেল গুলজার আহমেদ, যিনি ২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহে নিহত হন। এ ছাড়া আরো অনেক র‌্যাব সদস্য বিভিন্ন সময় জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানে নিহত হয়েছেন।

এই পাতার আরো খবর -
২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৫ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:০২ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১২:১১ অপরাহ্ণ
আছরবিকাল ৪:৩৬ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:২০ অপরাহ্ণ
এশা রাত ৭:৩৭ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়