ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ শুরু হচ্ছে আজ

মোফাচ্ছিলুল মাজেদ
মার্চ ২৫, ২০১৭ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪ ডেক্স: দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ রোববার থেকে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭’ পালন করবে। এই ঘৃণ্য কাজের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কমিশন টাকা সাত বছর ধরে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’ পালক করছে। এই সপ্তাহ উপলক্ষে দুদক বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এবারের স্লোগান হচ্ছে ‘দুর্নীতি বন্ধ কর – মানুষ বাঁচাও, দেশ বাঁচাও’। ১ এপ্রিল সপ্তাহের কর্মসূচি শেষ হবে। আজ রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ দুদক সদর দফতরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের আনুষ্ঠানক উদ্বোধন করবেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রোববার কমিশনের মিডিয়া সেন্টারে ঘুষ বিরোধী কার্টুন প্রদর্শনীরও উদ্বোধন করা হবে। সপ্তাহ চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। ২৭ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্নীতি বিরোধী সম্মেলন ও তরুণ প্রজন্মের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ২৮ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় ঘুষ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হবে। ওইদিনই বিকেল ৩টায় দুদক সম্মেলন কক্ষে দুদক গণমাধ্যম পুরস্কার-২০১৬ প্রদান করা হবে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বলে আশা করা হচ্ছে। ২৯ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী এ এম এ মুহিত। ৩০ মার্চ অনুষ্ঠিত হবে ‘দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক উদ্যোগ’ শীর্ষক সেমিনার। দুদক সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে রাজনীতিক, সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মিডিয়া ব্যক্তিত্ব ও এনজিও প্রতিনিধিরা অংশ নেবেন। ৩১ মার্চ দুদকের অনুরোধে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে জুমার নামাজের সময় দুর্নীতির বিরুদ্ধে বিশেষ বয়ান হবে। সর্বশেষ ১ এপ্রিল নগরীর শিল্পকলা একাডেমিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে রচনা প্রতিযোগিতা, পোস্টার ও কার্টুন অঙ্কন এবং বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানে বিশিষ্ট লেখক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল অংশ নেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।