দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষক ও ঈমামদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে- পররাষ্ট্রমন্ত্রী
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ৪:০৭ অপরাহ্ণ | পড়া হয়েছে ৬০৮ বার |

দিনাজপুর প্রতিনিধিঃ  বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শন দেশে- বিদেশে সকলের নজর কেড়েছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দুস্কৃতিকারী ও অপশক্তিদের কালো হাত আমরা ভেঙ্গে দিয়েছি।

শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, প্রধান গেইট, ডিজিটাল হাজিরা, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পাঠদান মনিটরিং, বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন, গণিত মেলা উদ্বোধন, জাতীয় শিক্ষা সপ্তাহের উপজেলা পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ,ক্যান্সার আক্রান্ত ব্যাক্তিদের অনুদানের চেক, হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও মা এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয় সভাপতি ও আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল আলিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সরকারের আমলে দেশের আমূল পরিবর্তন হয়েছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে বিভিন্ন প্রকল্পে নিরলসভাবে কাজ করছে। খালেদা জিয়ার রাজনীতি হলো অপরাজনীতি। এখন তিনি জঙ্গিদের মদদ দিচ্ছেন।

এছাড়াও প্রধান অতিথি উপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে ৪ টি আদিবাসী পাড়ায় নতুন বিদ্যুৎ লাইনের সংযোগ উদ্বোধন, ব্র্যাক পেইস এর সহযোগিতায় গণিত মেলার ১০ টি স্টল পরিদর্শন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তহবিল হতে ৩ জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ, সমাজ কল্যান মন্ত্রণালয় হতে প্রদত্ত ৪ জন ক্যান্সার আক্রান্ত ব্যাক্তিদের ২ লাখ টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীরা আদিবাসী ভাষায় প্রধান অতিথিসহ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। বক্তব্য রাখেন পারগানা সখিনা হাসদা, আদিবাসী নেতা মারফি বাসকে।

উপরোক্ত সকল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক, থানার অফিসার ইনচার্জ মো. (ওসি) হারেসুল ইসলাম, দিপবিস-১’র ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিমুদ্দিন গোলাপ, সমাজসেবা কর্মকর্তা মইনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান রেজা,গণিত প্রশিক্ষক গৌতম সরকার প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন সরকার। অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি আছে।

এই পাতার আরো খবর -
৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৯ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:০৯ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৪৯ অপরাহ্ণ
এশা রাত ৭:০৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO