দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

১৪৪তম মামলায় জামিন পেলেন বিএনপি নেতা সোহেল
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ১০:৪৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে ৬২৬ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স //  বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে গাড়ি পোড়ানোর আরো একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এটি ছিল তাঁর বিরুদ্ধে দায়ের করা ১৪৪তম মামলা। গতকাল বুধবার সকালে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই আদেশের ফলে সোহেলের মুক্তি পেতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে তাঁর পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, মো. মোস্তফা সরোয়ার সোহান ও এম মাসুদ রানা। এ বিষয়ে আইনজীবী সোহান সাংবাদিকদের জানান, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এ মামলাসহ উচ্চ আদালত থেকে ১৪৪টি মামলায় জামিন পেয়েছেন। গত ৬ মার্চ তিনি মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে তাঁকে রমনা থানার ২০১৫ সালের ১০ জানুয়ারি গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার দেখানো হয়। গতকাল বুধবার এ মামলায় জামিন হওয়ায় তিনি যেকোনো সময় মুক্তি পাবেন। গত সোমবার সোহেলকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার বা হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কারাগার থেকে মুক্তির পর যেন তাঁকে পুনরায় গ্রেফতার বা হয়রানি না করা হয়, সে জন্য হাইকোর্টে ওই রিট আবেদন করা হয়েছিল।

এই পাতার আরো খবর -
৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়