
সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
দিনাজপুর বার্তা২৪ ডেক্স // চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার নতুনপাড়া এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৯২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মনির হোসেন (৩১), মিজানুর রহমান (২০) ও হালিমা বেগম (২৩)। বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, হালিমা মনিরের শ্বশুরের বাসার গৃহকর্মী। ইয়াবা ট্যাবলেটের মালিক মনির হালিমাকে ইয়াবা পাচারের কাজে ব্যবহার করেছে। মিজান মনিরের সহযোগী। মনির কক্সবাজার পৌর এলাকার বাসিন্দা। হালিমা ইয়াবা ট্যাবলেট শরীরে বেঁধে কক্সবাজার থেকে বহন করে নিয়ে এসেছিল। আটক তিনজনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় মামলার প্রক্রিয়া চলছিল বলে জানান ওসি।
দিনাজপুর, বাংলাদেশ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৫ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ |
আছর | বিকাল ৩:৩৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ |
এশা | রাত ৬:৩৬ অপরাহ্ণ |