দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ১০:৫৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে ৬২২ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স //  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ২০ বোতল ফেনসিডিলসহ হাসান আলী ওরফে ডাইল হাসান (২৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। গতকাল বুধবার সকালে উপজেলার এক নম্বর ভোমরাদহ ইউনিয়নের দুবুরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। হাসান সদর উপজেলার মাদারগঞ্জ মহুভাষী গ্রামের জালাল মিয়ার ছেলে। ডিবির এসআই নুর আলম সিদ্দিক জানান, দীর্ঘদিন ধরে দুবুরা গ্রাম ও আশপাশের এলাকায় ফেনসিডিল বিক্রি করে আসছিলেন হাসান। গোপন সংবাদের ভিত্তিতে সকালে দুবুরা গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এই পাতার আরো খবর -
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:১৫ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৩:৩৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ
এশা রাত ৬:৩৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়