দিনাজপুর বার্তা২৪ ডেক্স // সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় হুসাইন (৪) নামে একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাকশিয়ালি ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত হুসাইন যশোরের পালবাড়ি এলাকার মীর্জা শহীদুল ইসলামের ছেলে। কালিগঞ্জ থানার ওসি লস্কর জায়েদুল ইসলাম জানান, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে কালিগঞ্জ সদরে কেনাকাটা করতে যাচ্ছিলো হুসাইন। পথে কাকশিয়ালি ব্রিজের উপর এলে একটি ট্রাক তাদের বহনকারী ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হুসাইন নিহত হয়। এ সময় আহত আরও তিনজন। আহতদের উদ্ধার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।