দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
কেমিক্যাল-প্লাস্টিক কারখানায় অভিযান বন্ধের দাবি বিপিজিএমইএ’র
মোফাচ্ছিলুল মাজেদ মার্চ ২৫, ২০১৭, ১১:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে ৫৩১ বার |

দিনাজপুর বার্তা২৪ ডেক্স //  স্থানান্তর না হওয়া পর্যন্ত পুরান ঢাকায় কেমিক্যাল ও প্লাস্টিক কারখানায় চলমান অভিযান বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)। গতকাল বুধবার শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে সাক্ষাৎকালে ব্যবসায়ী প্রতিনিধিরা এ দাবি জানান। সংগঠনের সভাপতি জসিমউদীন সাংবাদিকদের জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলমান রাসায়নিক কেমিক্যাল ও প্লাস্টিক কারখানায় অভিযানের পরিপেক্ষিতে আমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তিনি আমাদের সামনে মেয়রকে ফোন দেন এবং এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেন। এ সময় মন্ত্রীর কাছে লিখিত দাবি জানান ব্যবসায়ীরা। আরো উপস্থিত ছিলেন, বিপিজিএমইএ’র সাবেক সভাপতি ফোরদৌস ওয়াহেদ, জসিম আহমেদ, কাজী আনোয়ারুল হক, সহ-সভাপতি কেএম ইকবাল হোসেন প্রমুখ।

এই পাতার আরো খবর -
২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪২ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৮ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১২ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫২ অপরাহ্ণ
এশা রাত ৭:০৮ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO