দিনাজপুর বার্তা২৪.কম ॥ঠাকুরগাঁওয়ের রুহিয়ার প্রধান প্রধান সড়ক এখন সি সি ক্যামেরার আওতায়। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব রমেশ চন্দ্র সেন এমপির একান্ত ইচ্ছা ও ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জনাব ফারহাত আহমেদ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় রুহিয়া আজাদ মেলার অর্থায়নে রুহিয়া থানা রামনাথ হাট ও রুহিয়া চৌরাস্তাসহ প্রধান প্রধান সড়কে ৩২ টি আইপি শক্তিশালী নাইট ভিসন ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইপি ক্যামেরা নিরীক্ষণের মাধ্যমে অপরাধ দমন এবং উৎঘাটন সম্ভব হয়েছে। মাননীয় পুলিশ সুপার মহোদয় এই আইপি ক্যামেরা প্রকল্প বাস্তবায়নের জন্য রুহিয়া থানার ২জন পুলিশ সদস্যের প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবন্থা করেছেন। রুহিয়া থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেন। ইতিমধ্যে ক্যামেরার সুফল এলাকাবাসী পেতে শুরু করেছেন। ছোট-খাটো চুরি, ছিনতাই বা হারানোর বিষয়ে এলাকাবাসী আইপি ক্যামেরার মাধ্যমে কয়েকটি ঘটনার সত্যতা প্রমাণ পেয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ১৭ ইং তারিখে রামনাথ হাট পান দোকানদারের ৩০ হাজার ৬৫০ টাকা চুরি হয়। যা ভিডিও ফুটেজের মাধ্যমে চোরকে সনাক্ত করা হয় এবং টাকাও উদ্ধার করা হয়।