
বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
দিনাজপুর বার্তা২৪.কম ॥ দিনাজপুরে রাইস মিলে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বিকালে সুমনের (৩৫) মৃত্যু হয় বলে তার বাবা জাহাঙ্গীর জানান। সুমনের বাড়ি দিনাজপুর শহরের হাউজিং মোড় এলাকায়। সদর উপজেলার রানীগঞ্জ মোড়ে যমুনা অটো রাইস মিলে গত ১৯ এপ্রিল বেলা ১১টার দিকে বয়লার বিস্ফোরণে নারীসহ ২১ জন শ্রমিক দগ্ধ হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এর আগে ১৭ জনের মৃত্যু হয়। এখনও তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাহাঙ্গীর জানান, সুমনকে প্রথমে এম আবদুর রহিম মেডিকেল ও পরে রংপুর মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। সেখানে শারিরীক অবস্থার অবনতি হ্ওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দিনাজপুর, বাংলাদেশ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৪ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ |
আছর | বিকাল ৩:৩৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৫:১৪ অপরাহ্ণ |
এশা | রাত ৬:৩৫ অপরাহ্ণ |