দিনাজপুর বার্তা২৪.কম ॥ বিরল থানা পুলিশ রাধা-কৃষ্ণের যুগল কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ ২ জনকে আটক করেছে। ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বিকালে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ এর নেতৃত্বে এএসআই নাজমুল ইসলাম ও শেখ জুয়েলসহ সঙ্গীয় পুলিশ ফোর্স পৌর এলাকার বর্মপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের পুত্র রাশেদ বাবু (৩০) এর বাড়ীর আঙ্গিনা থেকে ৮ কেজি ৮ শত ৭০ গ্রাম ওজনের একটি রাধা-কৃষ্ণের একটি যুগল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। এ সময় রবিপুর গ্রামের ভোলা রায়ের পুত্র খোকন রায় (১৮) ও বর্মপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের পুত্র রাশেদ বাবু (৩০) কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত রাশেদ বাবু জানায়, রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া (মোল্লাপাড়া) গ্রামের মাহবুব এর পুকুর সংস্কারের সময় ৫/৬ দিন পূর্বে পাথরটি পেয়ে ট্রাকের শ্রমিকেরা তাঁকে পাথরটি দিলে সে নিজ বাড়ীতে নিয়ে আসে। রাত ৮ টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। স্থানীয় জুয়েলারী দোকান থেকে প্রামিকভাবে পাথরটি কষ্টি বলে জানা গেছে।