রুহিয়া থানা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে শনিবার (১৩ মে) দুপুর ১২ টায় রামনাথ হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিদ্যুৎ লাইন উৎবোধন শেষে উপরোক্ত কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি। পল্লী বিদ্যুতের জি.এম ইনছের আলীর সভাপতিত্বে কশালগাঁও ও মন্ডলাদাম ওয়ার্ডের ৫টি গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ লাইনের উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন রমেশ চন্দ্র সেন এমপি এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম চেয়ারম্যান, রুহিয়া থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ শাহরিয়ার, ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, মনিরুল হক বাবু, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর ইসলাম নূরু, রামনাথ হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রম্ভা রাণী রায়, আওয়ামীলীগের সদস্য রতিস চন্দ্র বর্মন।