বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ ১৩ মে শনিবার বিকেলে সেতাবগঞ্জ বড়মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০১৭ উদ্বোধন করেছেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার। সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান্দ বানু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আনোয়ার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আজাদ, ক্রীড়া সংগঠক মোঃ নজরুল ইসলাম নজু, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, সাংবাদিক সাজ্জাদ হোসেন প্রমুখ। মেয়ে গ্রুপের উদ্বোধনী খেলায় মেলাগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মালিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।