ঢাকাসোমবার , ১৫ মে ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের আরেক সহ-সভাপতির মৃত্যু

মোফাচ্ছিলুল মাজেদ
মে ১৫, ২০১৭ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম॥  পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় জেলা আওয়ামী লীগের আরেক সহ-সভাপতি খবিরউদ্দিন আহম্মদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত  জানান, গত রোববার রাত ১টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত মঙ্গলবার মোটরসাইকেলে করে জনসভায় যাওয়ার সময় পঞ্চগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে বাসের ধাক্কায় মারা যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবি মাহমুদ; আর গুরুতর আহত আহন খবিরউদ্দিন আহম্মদ। আওয়ামী লীগনেতা আনোয়ার সাদাত  বলেন, দুর্ঘটনার পরদিন বুধবার খবিরউদ্দিনকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। এ্যাপোলো হাসপাতালে কয়েক দিন চিকিৎসার পর ভর্তি করা হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানেই তিনি মারা যান। সংগঠনের দীর্ঘদিনের পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে খবিরউদ্দিনকে ব্যক্তিগতভাবে চিনতেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দুর্ঘটনায় এক সপ্তাহের ব্যবধানে দুই নেতার মৃত্যুতে এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।