দিনাজপুর বার্তা২৪.কম॥ চিরিরবন্দরে বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপি ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী, উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহামুদুল হাসান প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চিরিরবন্দর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতারা বেগম, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাতাবউদ্দিন সরকার, চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, আইসিটি কর্মকর্তা ওহিদুল হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় ১১ টি স্টল দেওয়া হয়েছে।