দিনাজপুর বার্তা২৪.কম॥ দিনাজপুরের বিশিষ্ট আইনজীবী, প্রতিশ্রুতিশীল কবি ও মানবাধিকার অ্যাকটিভিস্ট মাজহারুল ইসলাম সরকার রচিত ‘গভীরে গন্তব্য’ কাব্যগ্রন্থটিকে একটি অসাধারণ ও মূল্যবান কাব্যগ্রন্থ হিসেবে আখ্যায়িত করেছেন সুধী সমাজ। ১৮মে বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বইটির উপর অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় আলোচকগণ অভিমত ব্যক্ত করেন যে, নতুন এই কাব্যগ্রন্থ দিনাজপুরের সাহিত্যকে অনেক উচ্চমাত্রায় নিয়ে গেছে।
এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় দিনাজপুর লেখক ফোরামের উদ্যোগে । সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি কবি মাহমুদ আখতার। সিডিএ’র নির্বাহী পরিচালক শাহ-ই-মবিন জিননাহ্, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু এই সভায় সম্মানিত অতিথি ছিলেন। বইটির উপর গবেষণাধর্মী আলোচনা করেন দিনাজপুর সঙ্গীত ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ড. মারুফা বেগম এবং আমাদের থিয়েটারের সভাপতি ড. মাসুদুল হক। আলোচনা করেন দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মোঃ লাল মিঞা, প্রগতি লেখক সংঘের সভাপতি জলিল আহমেদ, দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, জেলা মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান প্রমুখ।
গভীরে গন্তব্য কাব্য গ্রন্থ হতে কয়েকটি কবিতা আবৃত্তি করেন কবি বাসুদেব চন্দ্র শীল, আদর্শ কলেজের প্রভাষক রাজিয়া সুলতানা পলি, জাকিয়া তাবাসসুম জুঁই প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দিনাজপুর লেখক ফোরামের সাধারণ সম্পাদক আজহারুল আজাদ জুয়েল ও নির্বাহি সদস্য জাকিয়া তাবাসসুম জুঁই। অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠণ মণিমেলার পক্ষ হতে কবি মাজহারুল ইসলাম সরকারের হাতে সম্মাননা স্মারক দেন সংগঠণটির পরিচালক নূরুল মতিন সৈকত । দিনাজপুর নাট্য সমিতির অধ্যক্ষ কাজী বোরহান, উপন্যাসিক লায়লা চৌধুরী, কবি মাসুদ মোস্তাফিজসহ বিশিষ্ট লেখক, সাংবাদিক, আইনজীবীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।