ঢাকাশনিবার , ২০ মে ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বর্ধিত সভা থেকেই শুরু হবে আ. লীগের নির্বাচনের প্রস্তুতি

মোফাচ্ছিলুল মাজেদ
মে ২০, ২০১৭ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম॥   আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার, আর এখান থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হবে জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, আগামী নির্বাচনে প্রস্তুতির জন্য আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করেছে শনিবার। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এর মাধ্যমে আগামি নির্বাচনের জন্য প্রস্তুতির সর্বাত্মক অগ্রযাত্রা শুরু করবো আমরা। গণভবনে বর্ধিত সভায় জেলা ও মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকদের ডেকেছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভার আয়োজন করে। বিএনপির সমঝোতার সম্ভাবনা নাকচ করে দিয়ে কাদের বলেন, বিএনপির মহাসচিব বলছেন, সমঝোতা করার জন্য। সমঝোতার দরজা তো আপনারা বন্ধ করেদিয়েছেন। ৫ জানুয়ারির নির্বাচনের পরে বোমা মেরে মানুষ হত্যা করে। সর্বশেষ শোকাহত মা খালেদা জিয়াকে দেখতে গিয়ে প্রধানমন্ত্রীকে অপমান করে ফিরিয়ে দিয়েছেন। এরপর আপনারা কীভাবে সমঝোতার আশা করেন। বিদেশিদের কাছে নালিশ না করার পরামর্শ দিয়ে বিএনপিনেতাদের উদ্দেশ্যে সড়কমন্ত্রী বলেন, ক্ষমতার উৎস এদেশের জনগণ। নালিশ করতে হলে দেশের জনগণের কাছে করুন। বিদেশিদের কাছে নালিশ করে দেশের ১৬ কোটি মানুষের মর্যাদা ক্ষুণœ করবেন না। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।