দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান আর নেই
মোফাচ্ছিলুল মাজেদ মে ২১, ২০১৭, ৬:২৯ অপরাহ্ণ | পড়া হয়েছে ৭৯৯ বার |

দিনাজপুর বার্তা২৪.কম॥    ২০ দলীয় জোটের অন্যতম শরীক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান আর নেই। রোববার সকাল সাড়ে ৬ টায় ঢাকা আসাদ গেটস্থ নিজ বাস ভবনে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। জাগপা দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে একটি লাশবাহী এ্যাম্বুলেন্সে প্রধানের লাশ পঞ্চগড়ে রওয়ানা হয়েছে। রোববার রাত সাড়ে ১০ টায় পঞ্চগড় চিনিকল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর লাশ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। সোমবার ঢাকা বনানী কবরস্থানে মা’য়ের কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে। শফিউল আলম প্রধান ১৯৫০ সালে পঞ্চগড় জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ে মেট্রিক, দিনাজপুর সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় ১৯৭৩-৭৪ সালে তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮০ সালের ৬ এপ্রিল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নামে একটি রাজনৈতিক দল ঘোষনা করেন তিনি। পঞ্চগড়-১ ও ২ আসন থেকে তিনি একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার জেল-জুলুমের শিকার হয়েছেন তিনি। শফিউল আলম প্রধান পূর্ব পাকিস্থান প্রাদেশিক পার্লামেন্টের ডেপুটি স্পীকার গমির উদ্দীন প্রধানের ছেলে। ‘লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই’ এই শ্লোগানকে সামনে রেখে তিনি নির্যাতিত অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। প্রধানের মৃত্যুতে পঞ্চগড়ে শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকে শত-শত মানুষ পঞ্চগড় বকুলতলা দলীয় কার্যালয়ে ভীর জমাচ্ছেন প্রিয় নেতাকে এক নজর দেখতে পাবে কিনা এই প্রশ্ন নিয়ে। প্রধানের মৃত্যুতে পঞ্চগড় জাগপার নেতা-কর্মী, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা শিক্ষক সমিতি সচিব জহিরুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: শাহজালালসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খি রেখে গেছেন।

এই পাতার আরো খবর -
২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৭ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৯ অপরাহ্ণ
এশা রাত ৭:১৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO