দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
পঞ্চগড় করতোয়া নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
মোফাচ্ছিলুল মাজেদ মে ২১, ২০১৭, ৬:৪৭ অপরাহ্ণ | পড়া হয়েছে ২,৪৪২ বার |

পঞ্চগড় প্রতিনিধি॥ পঞ্চগড়ে করতোয়া নদী থেকে আব্দুল মোমিন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে পঞ্চগড় শহরের রাজনগর এলাকায় করতোয়া নদী  থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলা সদরের বারঘরিয়া এলাকায় বলে জানিয়েছে পুলিশ। সে ওই এলাকার আব্দুল মতিনের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে করতোয়া নদীর ওই অংশে যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহটি উদ্ধার করে। প্রথমে তার কোন পরিচয় না পেলেও পরে যুবকের পকেটে পাওয়া মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে মোমিনের পরিচয় পায় পুলিশ। মোমিন পেশায় একজন ট্রাকচালক বলে জানিয়েছে পুলিশ।

পঞ্চগড় সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, করতোয়া নদী  থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত যুবকের পরিবারের লোকজনদের খবর দেয়া হয়েছে। প্রাথমিক সুরতহানে যুবকের শরীরে  কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে এটি হত্যাকান্ড কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।

 

 

 

 

এই পাতার আরো খবর -
১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৭ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৩ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৩ অপরাহ্ণ
এশা রাত ৭:০৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO