ঢাকাবুধবার , ২৪ মে ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

সেতাবগঞ্জে সামান্য ঝড়েই ভেঙ্গে পড়েছে নির্মানাধীন জিমনেশিয়াম ভবন

মোফাচ্ছিলুল মাজেদ
মে ২৪, ২০১৭ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম॥     গত ২২ মে সোমবার রাতে সামান্য ঝড়েই ভেঙ্গে পড়েছে সেতাবগঞ্জ জিমনেসিয়ামের নব নির্মিত ভবনটি। সেতাবগঞ্জ বড়মাঠে ২০১৫ সালে জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে জিমনেসিয়ামটির কাজ শুরু করে দিনাজপুরের ঠিকাদার গৌড় রায়।  ২০১৬ ইং সালে জিমনেশিয়ামের প্রথম পর্বের কাজ শেষ হয়। অবশিষ্ট কাজ প্রক্রিয়াধীন থাকা অবস্থায় ভবনটির প্রথম অংশ ভেঙ্গে পড়ায় পুরো ভবনটি এখন আশংকা জনক অবস্থায় রয়েছে। সামন্য ঝড়েই ভবনটি ভেঙ্গে পড়ায় এলাকাবাসী অত্যন্ত— নিম্ন মানের কাজ হয়েছে বলে অভিযোগ করেন। ভবনের ইট ভেঙ্গে পড়ার পাশাপাশি বিভিন্ন কলামগুলো ভেঙ্গে পড়েছে। ভবনের পূর্ব পার্শ্বে বেশ কয়েকটি বাড়ী থাকায় ঐ বাড়ীগুলোর মানুষ চরম ঝুকির মধ্যে রয়েছে। সেতাবগঞ্জের সর্বস্তরের মানুষ জিমনেশিয়াম নির্মানে নিম্ন মানের কাজ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ঠিকাদার সহ সকলকে বিচারের আওতায় আনার দাবী জানিয়েছে। ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার শীলব্রত কর্মকার, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর সহ সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা পরিষদের সদস্য নুরে আলম খন্দকার কায়ছার জানান, বিষয়টি নিয়ে জেলা পরিষদ ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।