দিনাজপুর বার্তা২৪.কম॥ বৃহস্পতিবার দিনাজপুর প্রতিবন্ধী ফাউন্ডেশন এর আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র সহযোগিতায় দিনাজপুর প্রেসক্লাব ভবনে দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি ও সিডিএ’র সহায়ক অনামিকা পান্ডের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকশী বাচ্চু। বিশেষ অতিথি হেসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক যাদব চন্দ্র রায়, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, সম্প্রীতি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক তামজিতা পারভীন সীমা, উত্তরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রুবেল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডিডি দিনাজপুর এর প্রকল্প সুপারভাইজার শৈলেন চন্দ্র রায়। প্রধান অতিথি স্বরূপ কুমার বকশী বাচ্চু বলেন, প্রতিবন্ধী ফাউন্ডেশন এবং প্রতিবন্ধী ফেডারেশন সমন্বয় ভাবে কাজ করলে প্রতিবন্ধীদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। প্রতিবন্ধীদের সমাজে বোঝা মনে না করে তাদের সহযোগিতা আমাদের এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধীরা বিশ্বজয় করতে পারে যদি তারা সুযোগ পায়। আসুন আমরা সবাই মিলে তাদের সুযোগ করে দেই। সেইসাথে প্রতিবন্ধী ব্যক্তিদের যোগ্যতা তৈরী করতে হবে। আমরা করুনা চাই না। আগামীতে প্রতিবন্ধীদের প্রবেশগম্যতার জন্য প্রেসক্লাবে র্যাম্ব নির্মাণ করা হবে। সভায় সকলে দাবী জানায় যে, জেলা প্রশাসক কর্তৃক যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে প্রতিবন্ধী জয়ন্তী রায়, মমতাজ বেগম, হামিদুর রহমান ও রুবেল হোসেন এর ভিন্নভাবে পরীক্ষা নিয়ে তাদের যোগ্যতা যাচাই করে নিয়োগ দেয়ার জন্য।