দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে “ বিজয় টিভি”র ৫র্ম বর্ষ পদার্পন অনুষ্ঠান উদযাপন
মোফাচ্ছিলুল মাজেদ মে ৩১, ২০১৭, ৪:১৭ অপরাহ্ণ | পড়া হয়েছে ৭৮৬ বার |

দিনাজপুর বার্তা২৪.কম॥ “ বিজয় টিভি” তার দীপ্ত পথ চলায় চার বছর সফলতার সঙ্গে পার করে ৫ম বর্ষে পদার্পন করছে। এ উপলক্ষে দিনাজপুর প্রেস ক্লাবে আজ বুধবার সকাল ১১টায় বর্ষপূর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকালে ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে দিনাজপুর প্রেস ক্লাবে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ হামিদুল আলম বলেন বিজয় টিভি স্বাধীনতার পক্ষের একটি টেলিভিশন চ্যানেল, বিজয় টিভি মুক্তিযুদ্ধের চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষীকির এই অনুষ্ঠানে বিজয় টিভি’র সকল কলা-কুশলীদের দিনাজপুর বাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

উক্ত আলোচনা সভায় দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ কুমার বক্সী বাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার দিনাজপুর মোঃ হামিদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব, বিজয় টিভি’র দিনাজপুর জেলা প্রতিনিধি মোফাচ্ছিলুল মাজেদ, যুগান্তরের আহসানুল আলম সাথী, দৈনিক দিনকালের ইদ্রিস আলী, দৈনিক করতোয়ার শাহরিয়ার শহীদ মাহবুব হীরু, বৈশাখী টেলিভিশনের একরাম হোসেন তালুকদার, এটিএন বাংলার হুমায়ুন কবীর, দৈনিক জনতার শামীম রেজা, দৈনিক আমাদের সময়ের রতন সিং, দৈনিক কালের কন্ঠের সালাউদ্দিন আহমেদ, দৈনিক বনিক বার্তার রফিকুল ইসলাম ফুলাল, দেশ টিভি’র আবুল কাশেম, মাইটিভি’র মুকুল চট্রোপাধ্যায়, বাংলাদেশ প্রতিদিনের রিয়াজুল ইসলাম, দৈনিক সূর্যোদ্দয় আবু বক্কর সিদ্দিক, ডেইলি ইন্ডাষ্ট্রি পত্রিকার জিন্নাত হোসেন, দৈনিক ভোরের কাগজের দেলোয়ার হোসেন, দৈনিক সমকালের বিপুল সরকার সানি, দৈনিক নওরোজের বাবু আহম্মেদ, দৈনিক প্রতিদিনের মো ঃ বেলাল উদ্দিন, দৈনিক পল্লীবার্তা’র মাসুদ রেজা হাই, নিউজ ২৪ এর ফখরুল হাসান পলাশ, চ্যানেল নাইনের মোঃ মোফাসিরুল রাশেদ, খবর একদিনের মোঃ সাহেব আলী, কাজী শরিফুল ইসলাম মঞ্জু, কুরবান আলী সোহেল, বোচাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মীর মোশারফ হোসেন, করতোয়া বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি সাজ্জাতুর আলম সাজ্জাত, দ্যা রির্পোট এর আব্দুর রাজ্জাক, খবর একদিন বীরগঞ্জ প্রতিনিধি মীর কাশেম লালু, খবর একদিনের বিশেষ প্রতিনিধি দয়ারাম রায়, ও দিনাজপুর  জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী দিনাজপুর প্রেস ক্লাব থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

 

এই পাতার আরো খবর -
২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪২ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৮ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১২ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫২ অপরাহ্ণ
এশা রাত ৭:০৮ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO