
দিনাজপুর বার্তা ২৪.কম ॥ দিনাজপুর পুলিশ সুপার মোঃ হামিদুল আলম বলেছেন, সমাজ থেকে মাদক দ্রব্যকে চিরতরে বিদায় করতে হবে। মাদকের ভয়াবহতা থেকে আমাদের আদরের সন্তানদের রক্ষা করা প্রতিটি অভিভাবকের দায়িত্ব এবং কর্তব্য। মাদক দ্রব্যের ব্যাপারে আপোষহীন হয়ে সকলকে ঐক্যবদ্ধ কাজ করে যেতে হবে। তিনি ৬ জুন’১৭ সাড়ে ১১ টার দিকে কাহারোল থানা আয়োজনে থানা চত্বরে সাপ্তাহিক চৌকিদারী প্যারেড ওপেন হাউজ ডে এবং কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনসুর আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, সিনিয়র সহকারী পুলিশ সুপার কাহারোল সার্কেল মোঃ রুহুল আমীন, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এ,কে,এম ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এস,আই মোঃ এরশাদুল হক, এস,আই মহিদুল ইসলাম, সুন্দরপুর ইউ,পি চেয়ারম্যান মোঃ শরীফ উদ্দীন মাস্টার, কমিউনিটি পুলিশিং কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব মোঃ আবু খায়রুল আজম, উপজেলা আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, সাংবাদিক সুকুমার রায়, সাবেক ইউ,পি সদস্য মোঃ খোরশেদ আলম, আ’লীগ নেতা মোঃ হারেজ, সুন্দরপুর ইউ,পি আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম, রসুলপুর ইউ,পি আ’লীগের সাধারণ সম্পাদক পিযুষ কান্তি অধিকারী, সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন সহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও এলাকার সুধী জনেরা বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, কাহারোল থানা এস,আই এরশাদুল হক।