দিনাজপুর বার্তা ২৪.কম ॥ প্রতি বছরের ন্যায় এবারও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) গুঞ্জাবাড়ী দিনাজপুর আয়োজিত শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী জগন্নাথদেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
ভোরে মঙ্গলার্থীর মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হলেও সারাদিন ব্যাপী চলে পূজা অর্চনা, গুরু পূজা, নামকির্ত্তন এবং আনুষ্ঠানিকভাবে শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। পূজা অর্চনার নেতৃত্ব দেন দিনাজপুর গুঞ্জাবাড়ী ইস্কন মন্দিরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শান্ত গৌর দাস ও মন্দিরের ব্রহ্মচারীবৃন্দ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু। নামকির্ত্তন, পূজা অর্চনা ও শ্রীশ্রী জগন্নাথদেবের স্নান যাত্রা অনুষ্ঠানে শত শত নর-নারী ভক্তবৃন্দ অংশগ্রহণ করে। নারী ভক্তদের উলু ধ্বনী, শঙ্খের শব্দ মন্দিরের পরিবেশ মহাউৎসেব পরিণত হয়েছিল। মন্দিরে এক সাক্ষাতকালে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সী বাচ্চু বলেন শুদ্ধ ভক্তিই জীবের সাধন। ভক্তি ছাড়া ঈশ্বর লাভ করা সম্ভব নয়। প্রতিটি ভক্তবৃন্দের মাঝে শ্রদ্ধা ও বিশ্বাস যতই থাকবে ততই আপনি নিঁখুত হবেন। শ্রীশ্রী জগন্নাথ দেবের বাণী আমাদের বিবেককে জাগ্রত করবে।