ঢাকাশনিবার , ১০ জুন ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ক্ষমতায় আসলে আবারো হাওয়া ভবন সৃষ্টির মাধ্যমে দেশের সম্পদ লুটপাট করবে—-খালিদ মাহমুদ চৌধূরী এমপি

মোফাচ্ছিলুল মাজেদ
জুন ১০, ২০১৭ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ॥ বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধূরী এমপি দেশ ও জনগণের স্বার্থবিরোধী বিএনপিকে গ্রহণ করা যাবে না উল্লেখ করে বলেছেন, এরা ক্ষমতায় আসলে আবারো হাওয়া ভবন সৃষ্টির মাধ্যমে দেশের সম্পদ লুটপাট করবে। জিয়া মারা যাওয়ার সময় ছেড়া গেঞ্জি ও ভাঙ্গা সুটকেশ টিভির পর্দায় দেখানো হলেও ক্যান্টোমেন্টের বাড়ী ভাঙ্গার সময় খালেদা জিয়ার মালামাল সরাতে ৩দিন সময় লেগেছে। সে এবং তাঁর ছেলে দূর্নীতিবাজ ও আরামপিয়সী। আদালতে হাজিরা দিয়ে বের হয়ে বলেছে আদালতে এসি না থাকার কারণে তাঁর খুব কষ্ট হয়েছে। বিএনপি একটি চক্রান্ত ও ষড়যন্ত্রকারী দল। ড. ইউনুসের সাথে সন্ধী করে বিশ্ব ব্যাংকের টাকা পদ্মা সেতু প্রকল্প হতে ফেরৎ নিলেও শেখ হাসিনা’র যোগ্য নেতৃত্বে জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। ২০০৮ সালে সরকার ক্ষমতায় আসার পর ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার জন্য কুইক রেন্টাল চালু করা হলে ষড়যন্ত্রকারীরা বলেছিল দেশের অর্থনীতি নাকি ধ্বংস হয়ে যাবে। কিন্তু কুইকরেন্টাল চালুর পরও দেশের অর্থনীতি ধ্বংস হয়নি। উত্তরাঞ্চলে অনেক এলাকায় বিদ্যুতের প্লান্ট তৈরী করা হয়েছে। আরো ২০ টি বিদ্যুৎ প্লান্ট তৈরী করা হচ্ছে। রাশিয়া, পর্তুগাল, স্পেনের বিনিয়োগকারীরা বসে সরকারের কাছে ধর্ণা দিচ্ছে বিদ্যুৎ প্লান্ট করার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে দেশের ক্ষতি না হলে প্লান্টের বিষয়ে চিন্তা করা হবে। বর্তমান সরকার জনগণ বান্ধব উন্নয়নের সরকার। এ সরকারের অঙ্গিকার ১৮ সালের মধ্যে সব বাড়ীতে বিদ্যুৎ দেয়া হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।