দিনাজপুর বার্তা ২৪.কম ॥ দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন রোববার দিনাজপুর সদর উপজেলার শংকরপুর এম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৮নং শংকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ জামাল সরকার ও সাধারণ সম্পাদক এবং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, সাধারণ সম্পদাক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, প্রচার সম্পাদক আশরাফুল আলমসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
দোয়া ও ইফতার মাহফিলে ইফতারের পূর্বে দেশ-জাতির সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শালকি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুর রশিদ।