দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
দিনাজপুর ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায়
মোফাচ্ছিলুল মাজেদ জুন ২২, ২০১৭, ৮:৪৭ অপরাহ্ণ | পড়া হয়েছে ২,৬০৮ বার |

দিনাজপুর বার্তা ২৪.কম ॥    দিনাজপুর কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ১৮ জুন রোববার বিকালে দিনাজপুর পৌরসভায় এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের নামাজ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আহুত এ সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌফিকুল ইসলাম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ওয়াহেদুল আলম আর্টিষ্ট, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ জাহাঙ্গীর আলম, একেএম মাসুদুল ইসলাম মাসুদ, মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, রোকেয়া বেগম লাইজু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান কামাল উদ্দীন বাচ্চু প্রমূখ। সভায় আলেম-ওলামাদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ঈদগাহের ইমাম এবং সদর হাসপাতাল মসজিদের ইমাম ও খতিম আলহাজ্ব মাওলানা শামসুল হক কাসেমী, মুফতী সানাউল্লাহ কাসেমী, স্টেশন রোড ভিস্তিয়ানী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান, পৌরসভা মসজিদের ইমাম হাফেজ ক্বারী মোঃ জাকারিয়া। সভায় আগামী ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠানের ব্যাপারে সর্ব সম্মত সিদ্ধান্ত নেয়া হয়। এবারে কেন্দ্রীয় ঈদ জামাতকে বৃহৎ করার লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানের ছোট ছোট জামাতগুলোকে বড় ময়দানে নামাজ আদায়ের আহবান জানানো হয়। ইতোমধ্যে ওইসব ঈদগাহ ও মসজিদের পরিচালনা কমিটির কাছে পৌরসভার পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

 

এই পাতার আরো খবর -
৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৩ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৯ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৪ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:০৯ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৪৯ অপরাহ্ণ
এশা রাত ৭:০৫ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO