ঢাকাবৃহস্পতিবার , ২২ জুন ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায়

মোফাচ্ছিলুল মাজেদ
জুন ২২, ২০১৭ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা ২৪.কম ॥    দিনাজপুর কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ১৮ জুন রোববার বিকালে দিনাজপুর পৌরসভায় এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের নামাজ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আহুত এ সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌফিকুল ইসলাম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ওয়াহেদুল আলম আর্টিষ্ট, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ জাহাঙ্গীর আলম, একেএম মাসুদুল ইসলাম মাসুদ, মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, রোকেয়া বেগম লাইজু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান কামাল উদ্দীন বাচ্চু প্রমূখ। সভায় আলেম-ওলামাদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ঈদগাহের ইমাম এবং সদর হাসপাতাল মসজিদের ইমাম ও খতিম আলহাজ্ব মাওলানা শামসুল হক কাসেমী, মুফতী সানাউল্লাহ কাসেমী, স্টেশন রোড ভিস্তিয়ানী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান, পৌরসভা মসজিদের ইমাম হাফেজ ক্বারী মোঃ জাকারিয়া। সভায় আগামী ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠানের ব্যাপারে সর্ব সম্মত সিদ্ধান্ত নেয়া হয়। এবারে কেন্দ্রীয় ঈদ জামাতকে বৃহৎ করার লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানের ছোট ছোট জামাতগুলোকে বড় ময়দানে নামাজ আদায়ের আহবান জানানো হয়। ইতোমধ্যে ওইসব ঈদগাহ ও মসজিদের পরিচালনা কমিটির কাছে পৌরসভার পক্ষ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।