দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
দিনাজপুর কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের শোলাকিয়াকে ছাড়িয়ে দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহে একসঙ্গে পাঁচ লাখ মানুষের জামাতের প্রস্তুতি সম্পন্ন।
মোফাচ্ছিলুল মাজেদ জুন ২৫, ২০১৭, ৯:১২ অপরাহ্ণ | পড়া হয়েছে ৩,২০৩ বার |

দিনাজপুর বার্তা ২৪.কম ॥    কিশোরগঞ্জের শোলাকিয়াকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় এবার দিনাজপুরের গোর-এ-শহীদ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি চলছে। দিনাজপুর শহরে অবস্থিত এ ঈদগাহে একসঙ্গে পাঁচ লাখ মানুষ নামাজ আদায় করতে পারবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। ১৮২৮ খ্রিস্টাব্দে প্রথম ঈদ জামাতে এখানে সোয়া লাখ লোক নামাজ আদায় করে বলে গবেষকদের ভাষ্য। সেই সোয়া লাখ কালক্রমে পরিবর্তন হয়ে ‘শোলাকিয়া’ হয়েছে। মাঠ ও মাঠের বাইরে আশপাশ এলাকা মিলে এখানে আড়াই থেকে তিনলাখ লোক নামাজ আদায় করেন। দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, মিনার কেন্দ্রিক মাঠের আয়তন ২০ থেকে ২২ একর। তবে মাঠের মধ্যে আরও কিছু স্থাপনা অপসরণের কাজ বাকি আছে, যা শেষ হওয়ার পর পুরো মাঠের আয়তন হবে ৬৫ একর। গোর-এ-শহীদ মাঠ সম্পর্কে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম বলেন, এটি এই উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগা মাঠ। এখানে একসঙ্গে প্রায় পাঁচ লাখ মানুষ নামাজ আদায় করতে পারবেন। এটিকে আরও দৃষ্টিনন্দন করতে এবং নামাজিদের জন্য বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে আগামীতে আরও কিছু কাজ করা হবে বলে জানান তিনি। দিনাজপুর জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী জাকিউল আলম বলেন, দিনাজপুর জেলা পরিষদের তত্ত্বাবধানে এটি নির্মাণে প্রায় তিন কোটি ৮০ লাখ টাকা খরচ হয়। এর মিনারে সুদৃশ্য মূল মেহেরাব ও গম্বুজ ছাড়াও ৩২টি দৃষ্টিনন্দন স্ক্রিন (ভেন্টিলেশন) রয়েছে। ঈদগা মাঠের পশ্চিম অংশ দিয়ে প্রবেশের জন্য মিনারের ভিতরে চারটি প্রবেশে পথ রয়েছে। এবারের ঈদ নামাজের মধ্য দিয়ে উদ্বোধন হলেও নামাজ আদায়ের জন্য অজুখানাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আরও কিছু কাজ বাকি রয়েছে বলে জানান জাকিউল। সাংসদ ইকবালুর রহিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঈদগাহের মিনারে ৫২টি গম্বুজ রয়েছে। প্রধান গম্বুজের সামনে রয়েছে ৪৭ ফুট উচ্চতার মেহরাব, যেখানে ইমাম দাঁড়াবেন। এ ছাড়া রয়েছে ৩২টি আর্চ।এবারে কেন্দ্রীয় ঈদ জামাতকে বৃহৎ করার লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানের ছোট ছোট জামাতগুলোকে বড় ময়দানে নামাজ আদায়ের আহবান জানানো হয়।

এই পাতার আরো খবর -
১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:১৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১২:০৫ অপরাহ্ণ
আছরবিকাল ৪:৪৯ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:৫৬ অপরাহ্ণ
এশা রাত ৮:২৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO