দিনাজপুর বার্তা২৪.কম :-
বন্যার্ত মানুষের হাতে পৌছে দেয়ার লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউপি চেয়ারম্যানদের নিকট চাল, চিড়া ও গুড় বিতরণ করা হয়েছে।
১৩ আগস্ট রবিবার সকালে সদর উপজেলা পরিষদে দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০টি ইউনিয়নে ত্রান হিসেবে বন্যার্ত মানুষের হাতে পৌছে দেয়ার লক্ষ্যে চাল, চিড়া ও গুড় ইউপি চেয়ারম্যানদের নিকট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল ইউনিয়নের চেয়ারম্যানদের প্রত্যেককে ১৫ বস্তা চাল, ৪ বস্তা চিড়া ও ৩০ কেজি করে গুড় বিতরণ করেন বলে জানান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।