দিনাজপুর বার্তা২৪.কম :-
দিনাজপুরে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান বিতরন করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ দুপুরে দিনাজপুর শহরের ইকবাল স্কুল ও কলিজিয়েট স্কুলে ত্রান বিতরন কালে তিনি বলেন সরকারের কাছে যথেষ্ট খাদ্যা মজুদ আছে, কোথাও ত্রানের সংকট হবে না। স্থানীয় প্রশাসন চাওয়ার ১ ঘন্টার মধ্যে ত্রান সরবরাহ করা হবে। তিনি বলেন এর মধ্যে দিনাজপুর জেলার বন্যা কবলিত স্থান গুলোতে ১৬ শ মেট্রিক টন চাল ও নগদ ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক দিনাজপুরের বন্যা কবলিত স্থান পরিদর্শন করেছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন বন্যা কবলিত দূর্গম এলাকায় ত্রান পৌছাতে কিছুটা দেরি হয়েছে কিন্তু এখন থেকে আর কোন সমস্যা হবে না। এসময় দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।