দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
আজ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মোফাচ্ছিলুল মাজেদ আগস্ট ২০, ২০১৭, ১:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে ৬৭২ বার |

দিনাজপুর বার্তা২৪.কম :-

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন আজ রোববার। দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, রোববার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে দিনাজপুর অবতরণ করবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করবেন। এ লক্ষ্যে দিনাজপুর জিলা স্কুলে মঞ্চ তৈরি করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। এরপর প্রধানমন্ত্রী বিরল উপজেলার তেঘরা হাইস্কুল আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন বলেও জানান তিনি। নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে প্রধানমন্ত্রী কুড়িগ্রামের উদ্দেশে দিনাজপুর ত্যাগ করবেন বলে জেলা প্রশাসক জানান। প্রধানমন্ত্রীর দিনাজপুর আগমন এবং সফরসূচি সফল করতে সার্বিক দিক তদারকি করছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। ইকবালুর রহিম বলেন, প্রধানমন্ত্রী জনসভা করতে আসছেন না; তিনি দিনাজপুরের আসছেন বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে। এ ছাড়া আগামীতে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন বিষয়ে করণীয় সম্পর্কে নির্দেশ দিবেন তিনি।

 

এই পাতার আরো খবর -
২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৭ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৮ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:২১ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:০৩ অপরাহ্ণ
এশা রাত ৭:১৯ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO