ঢাকাশুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০১৭
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

প্রয়াত জননেতা এম. আব্দুর রহিম-এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

মোফাচ্ছিলুল মাজেদ
সেপ্টেম্বর ৮, ২০১৭ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরবার্তা২৪.কম :-

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম এ্যাডঃ এম. আব্দুর রহিম এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে  শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এম. আব্দুর রহিম সমাজ কল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সভাপতি এ্যাডঃ আজিজুল ইসলাম জুগলু সভাপতিত্বে উক্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম, দিনাজপুর ১ আসনের এমপি মনোরঞ্জনশীল গোপাল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, সিনিয়র জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদ, দিনাজপুরের প্রবীণ আইনজীবী মোহাম্মদ ইছাহক ও এম. আব্দুর রহিম সমাজ কল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যকরী সভাপতি মোঃ সফিকুল হক ছুটু। স্মরণ সভা পরিচালনা করেন কেন্দ্রের সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ।

স্মরণ সভায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

উল্লেখ্য, স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে  বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ও অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ইকবাল সোবহান চৌধুরী, বিচারপতি ওবায়দুল হাসান উপস্থিত থাকার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের বহনকারী বিমান সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে না পারায় উপস্থিত হতে পারেন নি। স্মরণ সভায় উপস্থিত হতে না পারায় অতিথিরা দুঃখ প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।