দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
দিনাজপুরের বিরল পৌরসভার কাঙ্খিত ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর
মোফাচ্ছিলুল মাজেদ নভেম্বর ১৪, ২০১৭, ৭:৪১ অপরাহ্ণ | পড়া হয়েছে ৯৬৭ বার |

দিনাজপুর বার্তা২৪.কম :- বিরল পৌরসভার বহু কাঙ্খিত নির্বাচন অনুষ্ঠানে তপসীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার।

উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানান, ২৭ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৮-২৯ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর ও ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তপসীল ঘোষণার সংবাদ পেয়ে প্রার্থীসহ ভোটারদের মাঝে উৎসবের আমেজ বইছে। বিরল পৌরসভায় ৯টি ওয়ার্ডে ৯ হাজার ৬শ’ ৩৪জন ভোটার রয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর জানান, নির্বাচনের তপসীল ঘোষণা হওয়ায় পৌরবাসী আনন্দিত। নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধূরী এমপিসহ নির্বাচন কমিশনকে পৌরবাসীর পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

মেয়র পদপ্রার্থী উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল হোসেন বিরল পৌরসভা গঠন হওয়ার পর জনগণের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ দেয়ায় নির্বাচন কমিশনের শুভ বুদ্ধির উদয় হয়েছে বলে জানান।

মেয়র পদপ্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক জানান, তপসীল ঘোষণা হওয়ায় শুধু প্রার্থীরা নয় ভোটাররাও আনন্দিত। এই ভোটে বিরল পৌরসভার উন্নয়নে বাংলাদেশ আওয়ামীলীগৈর সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধূরী এমপি’র হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।

 

এই পাতার আরো খবর -
২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:৫৫ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১১:৫৭ পূর্বাহ্ণ
আছরবিকাল ৪:১৮ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৫:৫৯ অপরাহ্ণ
এশা রাত ৭:১৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO