
দিনাজপুর বার্তা২৪.কম :- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দিনাজপুর-পার্বতীপুর সড়কের কারেন্ট হাট সংলগ্ন কাকরা নদীর উপর বেইলী ব্রীজ ভেঙ্গে মালবাহি ট্রাক পড়ে যাওয়ায় যান চলাচলা বন্ধ রয়েছে । চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারন যাত্রীরা ।
আজ সকাল ৭ টার দিকে ১৭০ মিটার দীর্ঘ বেইলী ব্রীজের উপর দিয়ে মালবাহী ট্রাক পার হওয়ার সময় এই বেইলী ব্রীজ ভেঙ্গে নদীতে পড়ে যায় । এতে ট্রাক চালক , হেলপার ও দুই জর পথচারী আহত হয়েছে ।
স্থানীয়রা জানায় , রাসায়নিক সার বহনকারী ট্রাক বেইলী ব্রীজের উপর দিয়ে পর হওয়ার সময় বিকট শব্দে বেইলী ব্রীজের মধ্য খানে ভেঙ্গে যায় । এতে মালবাহী ট্রাকটি নদীতে পড়ে যায় । এতে করে পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলার সাথে দিনাজপুর শহরের সাথে সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ।
চিরিরবন্দর উপজেলার নিবাহী অফিসার গোলাম রব্বানী বেইলী ব্রীজ ভেঙ্গে যাওয়ার সংবাদ নিশ্চিত করে বলেন নদীর উপর সাময়িক ভাবে অস্থানীয় একটি সাকো তৈরী করা হবে । যতদ্রুত সম্ভব এই বেইলী ব্রীজ মেরামত করা হবে ।