
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি :- কাহারোলে ৭ জানুয়ারী/১৮ রবিবার দুপুর ২ টায় কাহারোল ডিগ্রী কলেজ মাঠে উপজেলার ৬টি ইউনিয়নের ১৫ শ শীতার্থ ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কাহারোল উপজেলার বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এবং কাহারোল-বীরগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ মেহেদী হাসান (সুমন) এর নিজস্ব প্রতিষ্ঠানের উদ্যোগে ও সেন্ট্রাল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতি জি.ই.সি চট্টগ্রামের সহযোগিতায় শীতার্থ ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের সময় মোঃ মেহেদী হাসান (সুমন) বলেন যে, আমাদের উপজেলায় শীতের তীব্রতা বেড়েই চলেছে, এই শীতের হাত থেকে শীতার্থ মানুষদের শীত নিবারনের জন্য সকল দল বল নির্বিশেষে ও সচেতন মহলের ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণের আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনর রশীদ চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ।