দিনাজপুর বার্তা ২৪ | Dinajpur Barta 24

ব্রেকিং নিউজ
কাহারোলে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু
মোফাচ্ছিলুল মাজেদ জানুয়ারি ১১, ২০১৮, ৬:১৭ অপরাহ্ণ | পড়া হয়েছে ৮৬৯ বার |

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : ‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগান কে সামনে রেখে কাহারোল উপজেলা প্রশাসনের উদ্যোগে ১১ জানুয়ারী’১৮ কাহারোল উপজেলা মাঠ প্রাঙ্গনে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা-১৮ শুরু হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বির্নিমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্যে ও বিশেষ উদ্যোগ সমূহ জনগণের মাঝে ব্যাপক প্রচারের লক্ষ্যে অর্থাৎ জনগণকে সরাসরি তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে এই মেলার আয়োজন করা হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষণা করেন। পরে এক বর্ণাঢ্য র‌্যালী উন্নয়ন মেলার মাঠ প্রাঙ্গন হতে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শামীম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ আরোজ উল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ তারেক হোসেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নাফ প্রমুখ। আলোচ্য বিষয় ছিল “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি উদ্যোগ রুপকল্প- ২০২১ ও ২০৪১”। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। কাহারোল উপজেলার উন্নয়ন মেলায় সরকারি ও বেসরকারি দপ্তরের ৪৩ টি ষ্টল অংশ নিয়েছে। সূত্রে আরো জানা গেছে, ৩ দিনব্যাপী এই মেলায় প্রতিদিন বিকাল ৩ টায় সরকারি দপ্তর সমূহের উন্নয়নমূলক কর্মকান্ডের উপস্থাপনা করবে এবং  বিভিন্ন দপ্তর সমূহ তাদের সেবা সম্পর্কে জনগণকে অবহিত করবে ও দপ্তর সমূহের প্রতি জনগণের অধিকার সম্পর্কে সচেতন করবে।

এই পাতার আরো খবর -
১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
দিনাজপুর, বাংলাদেশ
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪ পূর্বাহ্ণ
সূর্যোদয়ভোর ৫:১৪ পূর্বাহ্ণ
যোহরদুপুর ১২:০৫ অপরাহ্ণ
আছরবিকাল ৪:৪৯ অপরাহ্ণ
মাগরিবসন্ধ্যা ৬:৫৬ অপরাহ্ণ
এশা রাত ৮:২৬ অপরাহ্ণ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পাদকীয়
MENU
DEMO