একরামুল মুন্না, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় হিমালয় বিনোদন পার্ক তালমা, এই পার্কে শনিবার সকাল ১১ ঘটিকায় জেলা রিপোটার্স ক্লাব পঞ্চগড় এর বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এহতেশাম রেজা, পি.পি এ্যাড: আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আওয়ামী আইনজিবী পরিষদ এ্যাড: মো: আজিজার রহমান আজু, পঞ্চগড় আইনজিবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড: এরশাদ হোসেন সরকার, পঞ্চগড় সদর উপজেলা মহিলা ভাইর্স চেয়ারম্যান ও জেলা মানবাধিকার সহ-সভাপতি মোছা: কামরুন নাহার শাহিন, জেলা মানবধিকার সাধারণ সম্পাদক মো: এ.টি.এম আক্তারুজ্জামান বাবু, জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি মো: জয়নুল ইসলাম ও জেলা রিপোটার্স ক্লাব পঞ্চগড় এর পরিবারের সদস্যগণ। অতিথিগণ বর্ষপূর্তি কেককাটা শেষে জেলা রিপোটার্স ক্লাব এর মঙ্গল ও সাফল্য কামনা করেন। বনভোজন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ম্যাজিক খেলা পরিবেশন করেন। পঞ্চগড়ের স্থানীয়, রংপুর বেতার, দিনাজপুর, নীলফামারী এর শিল্পীবৃন্দ। এর পরেই পুরুস্কার বিতরণ এর মধ্যে দিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।