ঢাকাবুধবার , ১৮ জুলাই ২০১৮
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আন্তর্জাতিক
  4. কাহারোল
  5. কুড়িগ্রাম
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খানসামা
  9. খেলা
  10. গাইবান্ধা
  11. ঘোড়াঘাট
  12. চাকরী বার্তা
  13. চিরিরবন্দর
  14. জাতীয়
  15. ঠাকুরগাঁও
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর শহরে একই রাতে ৫টি দোকানে দূর্ধর্ষ চুরি সংঘটিত

মোফাচ্ছিলুল মাজেদ
জুলাই ১৮, ২০১৮ ১২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বার্তা২৪.কম : দিনাজপুর শহরের প্রানকেন্দ্র মুন্সিপাড়া, মর্ডান মোড় ও গনেশতলার ৫টি দোকানে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার রাত্রি আনুমানিক ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত সংঘবদ্ধ একটি দল হলুদ রংএর একটি মিনি পিকআপ নিয়ে এই চুরির ঘটনা ঘটায়। দূর্ধর্ষ এই চুরির ঘটনা দিনাজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত সিসি টিভির ফুটেজে দেখা গেছে।
দুর্ধর্ষ এই চুরির ঘটনায় ক্ষতিগ্রস্থ ৫টি দোকানের মধ্যে অন্যতম গনেশতলা “প্লাবন সুতা ঘর” এর মালিক মো: নাহিদ পারভেজ জানান প্রতিদিনের ন্যায় আমি আমার দোকানের প্রতিদিনের বিক্রি ও বিকাশ এর লেন-দেনের মোট ৫ লক্ষ টাকা দোকানের ক্যাশ বাক্সে রেখে দোকান বন্ধ করে বাড়িতে যাই। পরদিন সকালে আমার দোকান খুলতে গিয়ে দেখি দোকানের সাটারে লাগানো তালা নেই। দোকানের সব মালামাল ঠিক আছে কিন্তু ক্যাশ বাক্সে রাখা টাকা উধাও। ঠিক একই কায়দায় গুলশান মার্কেটের বিপরীতে “এজটেক কম্পিউটার” থেকে নগদ টাকা ও মালামাল সহ মোট ৪লক্ষ টাকা, জুয়েল ব্রাদার্স মুন্সিপাড়াথেকে ৭৫ হাজার টাকা, সুক্লা ট্রেডার্স ও অশেষ ট্রেডার্স থেকে পিকআপ ভ্যানে করে মালামাল চুরির ঘটনা ঘটেছে।
এই ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় পৃথক পৃথক ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। দিনাজপুর শহরের প্রানকেন্দ্রে এই ধরনের দূর্ষর্ধ চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। দিনাজপুর পুলিশ কর্তপক্ষ এই চাঞ্চল্যকর চুরির ঘটনার অপরাধীদের দ্রুত ধরার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহবান জানায় নিমতলা ও কালিতলা ব্যবসায়ী সমিতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।