দিনাজপুর বার্তা২৪ ডেক্স: দিনাজপুর জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আজ ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় পার্বতীপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং প্রজাতন্ত্রী ভারত সরকারের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানীর লক্ষ্যে “ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন” নির্মাণ প্রকল্পের কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করবেন। দিনাজপুর জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য, দিনাজপুর জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানীর লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।